সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে মাদকের বিরুদ্ধে চলছে র্যাবের সাঁড়াশি অভিযান। শাহপরাণ এলাকা থেকে ফেনসিডিলের বড় একটি চালান জব্দ করেছে র্যাবের টহল দল। এ সময় দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
রোববার ভোরে শাহপরাণ থানার মোহাম্মদপুর এলাকা থেকে ৭৪১ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র্যাব। র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হচ্ছে, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বাছিত আহমেদ (২৭) ও মোগলাবাজার থানাধীন কুচাই সারপিন গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমেদের ছেলে হাসান মিয়া (৩৫)।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২ ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও ফেনসিডিল জব্দ করে র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি