সিলেটে যাত্রা শুরু করলো “অন্যমাত্রা বুকশপ”

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

সিলেটে যাত্রা শুরু করলো “অন্যমাত্রা বুকশপ”

 

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটে যাত্রা শুরু করলো বইয়ের বিপনী সংস্থা অন্যমাত্রা বুকশপ। শনিবার সকালে সিলেট নগরের সুরমা টাওয়ারের নিচতলায় ফিতা এর উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

 

এসময় সুরমা টাওয়ারের এমডি মামুন খান, আইনজীবী মাশহুদ আহমদ মহসীন, সাংবাদিক মুনশী ইকবাল, সমাজসেবী সোহেল রানা ছাড়াও অন্যমাত্রা’র শুভাকাংখীরা উপস্থিত ছিলেন।

 

 

এর আগে অন্যমাত্রা বুকশপের পরিচালক আমিনুর রহমান এবং নাহিদুর রহমান দিপু অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান।

 

 

অন্যমাত্রা পরিচালক আমিনুর রহমান জানান, তাদের এই বুকশপ থেকে সরাসরি পাইকারী ও খুচরা বই সংগ্রহের পাশাপাশি অনলাইনেও সংগ্রহ করা যাবে, যা তারা সিলেট নগরে ফ্রি হোম ডেলিভারী করে থাকেন। তিনি জানান, ভাষার মাস ফেব্রুয়ারি এবং উদ্বোধন উপলক্ষে তাদের প্রতিটি বইয়ে ৩৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া তাদের ফেইসবুক পেইজ ‘অন্যমাত্রা’য় বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন  ছাতকে নৌপথে চাঁদাবাজি, গ্রেফতার ৬

 

প্রভাতবেলা/এমএ/প্রেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ