সিলেটে যুবদলের পিকেটিং, ট্রাক-অটোরিকশা ভাঙচুর

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

সিলেটে যুবদলের পিকেটিং,  ট্রাক-অটোরিকশা ভাঙচুর
সিলেট নগরীতে ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করেছেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সকালে আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট নগরের মেহেন্দিবাগ এলাকার উপশহর পয়েন্ট এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে সিলেট নগরের মেহেন্দিবাগ এলাকার উপশহর পয়েন্ট যুবদল নেতাকর্মীরা পিকেটিং করেন।

 

এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পিকেটিং চলাকালে একটি ট্রাক এবং কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালানো হয়। এ সময় কয়েকটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যান।

 

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে পিকেটিংয়ের চেষ্টা করেন হরতাল সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ

প্রভাতবেলা প্রীতি সম্মেলন