সিলেটে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

সিলেটে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিলেট। রোববার (১ অক্টোবর) পৃথক দু’টি অভিযানে ৪০২ বোতল বিদেশী মদ, ৬৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

 

প্রথম অভিযানে রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ সদরের নীলপুর বাজার থেকে ৪০২ বোতল বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি গোপালগঞ্জ জেলার সদর থানার পুকুরিয়া এলাকার বাসিন্দা মো. লেবু শেখ এর ছেলে মো. সুলতান শেখ (৩০)।

 

দিনের অপর আরেকটি অভিযানে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের বুধস্তি ইউনিয়নের ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মৌলভীবাজার জেলার সদর থানার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মৃত নূর মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৬)।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ