সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট: সিলেটে অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে দুই পবের্র এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। দুপুরে প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভার শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ। বিগত সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করার পর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, আয়-ব্যয় প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।
সাধারণ সভায় বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। বিগত সময়ে অনুমোদিত মুদ্রণ করা দুটি গঠনতন্ত্র বাজেয়াপ্ত করা হয়। সাধারণ সভায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ ক্লাবের সদস্যদের স্বজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক, প্রশাসনিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দেশ ও জাতির কল্যাণ কামননায় ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার ও সিসিকের প্রশাসক খান মোঃ রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত ) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলেসুর রহমান রাজাগঞ্জী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (এসপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, উপ আঞ্চলিক পরিচালক আব্দুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর বিশেষ কর্মকতা মোহাম্মদ সালাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খছরু সালাহ উদ্দিন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, এবি পার্টির মহানগর আহবায়ক ওমর ফারুক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সুহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য- আফতাব চৌধুরী ও দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সিলেট জেলা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ, এডিশনাল জিপি এডভোকেট আবুল ফজল চৌধুরী, বাংলাদেশ বেতারের সিলেট জেলা প্রতিনিধি এম.এ রহিম, শাবিপ্রবির আইন উপদেষ্টা এডভোকেট তাজ উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গালিব চৌধুরী, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবির আহবায়ক তানজিল নাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ ইব্রাহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেলওয়ার হোসেন শিশির, ফয়ছল হোসেন, সায়মন সাদিক, আজাদ শিকদার, এনসিপি নেতা নুরুল হক, আব্দুল বাসিত নাদের, কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জিয়া, সাংবাদিক সেলিম আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, ইফতার মাহফিল আয়োজন উপ কমিটির আহবায়ক জহিরুল ইসলাম মিশু, ক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য-প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ইফতার মাহফিল আয়োজন উপ কমিটির সদস্য সচিব ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদের সদস্য শহিদুর রহমান জুয়েল ও আব্দুল হাছিব, ইফতার মাহফিল আয়োজন উপ-কমিটির সদস্য ফারহানা বেগম হেনা, আলমগীর আলম, এম.এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান ও ডিএইচ মান্না।
বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য- সাদিকুর রহমান চৌধুরী, মো. কামরুল আলম, মাসুম বিল্লাহ ফারুকী, মাজহারুল ইসলাম সাদি, তাসলিমা খানম বীথি, মো. সাইফুল ইসলাম, শাহজাহান শাহেদ, জসিম উদ্দিন, দেবব্রত রায় দিপন, আবু জাবের, মো: মশাহিদ আলী, ইফতেখার শামীম, শাহিন আহমদ, আব্দুল হান্নান, মইনুল হাসান আবির, সৈয়দ রাসেল আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, মিজান মোহাম্মদ, রেজাউল করিম সোহেল, মোঃ আবুল হোসেন, মোঃ আশরাফুল ইসলাম ইমরান, আমির উদ্দিন, আবদুল কাদির জীবন, শিপন চন্দ জয়, মোঃ ফারুক মিয়া ফারুক, আহমেদ পাবেল, মোঃ জাকির আহমদ, মোঃ সুহেল মিয়া, মোঃ রুবেল মিয়া, প্রবাসী সদস্য খছরুজ্জামান পারভেজ, সহযোগী সদস্য- নাহিদ আহমদ প্রমুখ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি