সিলেট প্রেসক্লাব এর প্রাক্তন সভাপতি হারুনুজ্জামান চৌধুরী হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

সিলেট প্রেসক্লাব এর প্রাক্তন সভাপতি হারুনুজ্জামান চৌধুরী হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে

প্রভাতবেলা প্রতিবেদক♦ সিলেট প্রেসক্লাব এর প্রাক্তন সভাপতি হারুনুজ্জামান চৌধুরীকে সিলেট  হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি হার্ট ফাউন্ডেশন হাসপাতালের  সিসিইউতে চিকিৎসাধীন আছেন। ২/১ দিনের মধ্যে তাঁর এনজিওগ্রাম করার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত শুক্রবার দুপুরে হার্ট এ্যাটাক হলে হারুনুজ্জামানকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে তাঁকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্হানান্তর করা হয়।

আজ শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস ঊন নূর ও ইবনে সিনা হাসপাতালের পরিচালক কর্ণেল(অবঃ) রুকনুল ইসলাম চৌধুরী তাঁকে দেখতে যান।

ডা.রুকন সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে কথা বলেছেন। তারা জানান ২/১ দিনের মধ্যে তাঁর এনজিওগ্রাম করার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। সিসিইউতে প্রবেশাধিকার সংরক্ষিত বিধায় হাসপাতালে না যাওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন।

হারুনুজ্জামান  সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ