সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪
সিলেট লেখিকা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও সিলেট পিটিআই-এর অবসরপ্রাপ্ত সুপার শামীম আরা বেগম এ কথা বলেন। সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে সংঘের মধুবন মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে শনিবার (১৮ মে) অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, চলচ্চিত্র প্রযোজক-লেখক সেলীনা আক্তার চৌধুরী, সিসিক কাউন্সিলর হাজেরা বেগম।
লেখিকা সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক সেনুয়ারা আক্তার চিনু-এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংঘের সদ্যপ্রাক্তন সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম কলি, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঘের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি এবং সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংস্কৃতিক সম্পাদক সুরাইয়া পারভীন লিলি, গীতা পাঠ করেন সহসভাপতি অনিতা রানী দাশ।
সভায় বক্তব্য রাখেন লেখিকা সংঘের উপদেষ্টা ফেরদৌসী আব্দুল্লাহ দিবা, সহ-সভাপতি মাসুদা সিদ্দিকা রুহি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার ঝিনু, সাংগঠনিক সম্পাদক আমিনা শহীদ চৌধুরী মান্না, সদস্য রাহনামা শাব্বির চৌধুরী, মাসুমা টফি একা প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদা চৌধুরী, অর্থ সম্পাদক শিপারা বেগম শিপা, সাহিত্য সম্পাদক লিপি খান, সহ-সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বিথী, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাসিমা আক্তার আশালতা, প্রচার সম্পাদক জুঁই ইসলাম, সহ-প্রচার সম্পাদক সেলিনা আক্তার, সদস্য জুলেহা বুলবুল, ফাতেমা বেগম, রাজিয়া সুলতানা, তাপাদার জান্নাতুল জাহরা, নাহিদা বেগম প্রমুখ। কার্যকরী পরিষদের নবনির্বাচিতদেরকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।
সভাপতির বক্তব্যে রওশন আরা চৌধুরী অভিষেক অনুষ্ঠান সফলে সকলের সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, লেখিকা সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলা সাহিত্যে সিলেটের অবদানকে আরো উজ্জ্বল করে তুলবে।
সিলেট লেখিকা সংঘের ২০২৪-২৬ সেশনের কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে ইশরাক জাহান জেলি’র সম্পাদনায় সংঘের মুখপত্র শুচি’র অভিষেক সংখ্যা প্রকাশিত হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি