সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের সুরমা নদীতে সংস্কার কাজ শেষ না হতেই ধসে পড়ছে পানি উন্নয়ন বোর্ডের ডাম্পিং বাঁধ। এতে হুমকিতে পড়েছে নদীর তীরবর্তীসহ আশেপাশের বাসিন্দাদের ঘরবাড়িও। ফলে নদীর পাড়ের বাসিন্দা ও জেলার সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হঠ্যাৎ করেই ধসে যায় নদীর ডাম্পিংয়ের সব বালুর বস্তা। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম আর নিম্নমানের কাজের কারণে এমন ঘটনা ঘটেছে। তারা বলছে, সঠিক আর ভাল মানের নদী সংস্কার কাজ না হলে পাহাড়ি ঢল এলে আমাদের দুর্ভোগের অন্ত থাকবে না।
জানা যায়, জেলার সুরমা নদীর ভাঙন ঠেকাতে গত বছরের জুলাই মাস থেকে শুরু হয় নদী সংরক্ষণ প্রকল্পের কাজ। ২৪৮ মিটার এলাকায় নদী প্রতিরক্ষা কাজের এই প্রকল্পের বাজেট প্রায় দুই কোটি টাকা। এই কাজটি করছে পানি উন্নয়ন বোডের্র তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর কে গ্রুপ।
ঠিকাদার প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কাউকে পাওয়া না গেলেও তত্ত্বাবধায়ক সমশের আলী বলেন, হঠ্যাৎ করেই নদী ভাঙন হওয়ায় ডাম্পিংয়ের সব বালুর বস্তা নদীর মাঝে চলে গেছে। নদীই ভাল জানে কেন এমন হল।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান জানান, নদীর ভাঙন প্রবণতা অনেক বেশি হওয়ায় হঠ্যাৎ করেই কাজ চলাকালে এভাবে ধসে গেছে। এর কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। খুব শিগগির এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি