সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
রবিবার দুপুরে প্রার্থিদের যাচাই বাছাইয়ে ত্রুটি ধরা পড়ায় প্রাথমিকভাবে ৭ জন প্রাথির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সুনামগঞ্জ ৪ আসনে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা। ১ শতাংশ ভোটার তালিকায় স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন এবং ঋণখেলাপীর জন্য সুপ্রিম পার্টির আবুল ফজল মাসউদের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাই করে কিছু প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে। কয়েকজন প্রার্থী মনোনয়নপত্রের তথ্যে কিছু সংশোধন হবে। তাই আগামীকাল এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সুনামগঞ্জ -১ আসনে মনোনয়ন দাখিলকৃত সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন দাখিল করেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, গণফ্রন্ট প্রার্থী মো. জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পাটির প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃনমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সেলিম আহমদ ও এম নবী হোসেন।
সুনামগঞ্জ- ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টির মো.নজরুল ইসলাম, জাতীয় পার্টি তৌফিক এলাহী ও তালুকতার তালুকদার মো. মকবুল হেসেন এর মনোনয়ন বৈধ হয়েছে।
সুনামগঞ্জ ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির প্রার্থী নাজমুল আহমদ হিমেল, বিএনএফের আশরাফ হোসেন, জাকের পার্টি শেখ ইয়াকুব আলী, গণফোরামের প্রার্থী আয়্বূ করম আলী, সুপ্রিম পার্টির আবু সালেহ, পিপলস্ পার্টি আজিল হক, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ও আয়ূব করম আলী মনোননয় ফরম বৈধ হয়েছে। আয়ূব করম আলী গণফোরামের প্রাথিতা বৈধ হওয়ায় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথকভাবে মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি