সুনামগঞ্জ-৫ আসনে  মনোনয়নপত্র জমা দিলেন শামীম চৌধুরী

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

সুনামগঞ্জ-৫ আসনে  মনোনয়নপত্র জমা দিলেন শামীম চৌধুরী

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আজমল হোসেন সজল, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক শামীমুল ইসলাম শামীম, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি আওলাদ আলী রেজা, সিংচাপইর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দীন মো: সাহেল, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাউন্সিলর নাজিমুল হক, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ