সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শামীম চৌধুরী

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী  হচ্ছেন  শামীম চৌধুরী

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ।

 

 

বুধবার (২৯ নভেম্বর) ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং ছাতক পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে নিজের প্রার্থীতার ঘোষণা দেন শামীম চৌধুরী।

 

 

বিগত একাদশ সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন কিন্তু দলীয় মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সভা- সমাবেশসহ ব্যাপক গণসংযোগ করলেও চারবারের সাংসদ মুহিবুর রহমান মানিকের উপর আস্থা রাখে দল।

 

তবে, দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় বাধা-বিপত্তি না থাকায় সুনামগঞ্জের প্রতিটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে  নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলের বেশ কয়েকজন নেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ