সুন্দর হাতের লেখায় নোবেল জয়

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৭

প্রভাতেবেলা ডেস্ক:  আপনার হয়তো মনে আছে যখন আপনি স্কুলে ছিলেন তখন আপনার কিছু বন্ধুদের হাতের লেখা এতোটাই অপরিষ্কার ছিল যে শিক্ষকের কাছে তাকে প্রায় দিনই বকুনি খেতে হত। উঁচু ক্লাসের কিছু ছাত্র ছাত্রিরা তাদের ভালো হাতের লেখার কারণে পরীক্ষায় ভালো নম্বরও নিয়ে আসতে পারতো এবং একই সাথে ক্লাসের শিক্ষকদেরও অতি প্রিয় ও নজর কারা হয়ে উঠতে পারতো। এমনো প্রবাদ আছে যে ভালো হাতের লেখা মানুষের ভালো চরিত্রেরও নিদর্শন। এমনটা নয় যে ভালো হাতের লেখা ঈশ্বরের দান, কারণ আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা নিজের ইচ্ছেতে অনেক কিছুই ভালো করতে পারি। নেপালের বাচ্ছাটি অতি কম বয়সে হাতের লেখার জন্য সারা পৃথিবীর নজর কেড়েছে।

ভালো হাতের লেখা তো আপনারা অনেকেরই দেখে থাকবেন, কিন্তু এই বাচ্ছাটির হাতের লেখা এতোটাই পরিষ্কার আর নিখুঁত যে দেখলে মনেই হবে না এটি কোনো মানুষের হাতের লেখা, মনে হবে কম্পিউটার প্রিন্ট।

আরও পড়ুন  ইউক্রেনকে গোলের বন্যায় ভাসিয়ে সেমিতে ইংল্যান্ড

 

 

বিশ্ববিখ্যাত এই বাচ্ছাটি হাতের লেখার জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন। হাতের লেখায় বিশ্বের প্রথম দশজনের তালিকায় এই বাচ্ছাটি আছে শীর্ষে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ