সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪
তানজীল শাহরিয়ার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (গ্রাউন্ড ২) ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ২৭তম ম্যাচে স্টার্স ইউনাইটেড ক্লাবকে ৪২ রানে হারিয়ে টানা ২য় জয় তুলে নিয়েছে জালালাবাদ ক্লাব।
টসে জয়লাভ করে জালালাবাদকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্টার্স ইউনাইটেড। চাঁদ ১ম অভারেই জালালাবাদের দুই অপেনারকে সাজঘরে ফেরত পাঠান। নাইম এবং মাহবুব ৩য় উইকেটে ৩২ রান তুলে প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেন।
ইমনকে সঙ্গী করে ৪র্থ উইকেটে ৮০ রান যোগ করেন ইনফর্ম মাহবুব। ৮-এ নামা জয়ের ঝড়ো ব্যাটিং জালালাবাদকে বড়ো সংগ্রহ এনে দেয়।
৩৪.২ অভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে জালালাবাদ।
মাহবুব ৬১ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন ৫টি চার এবং ৩টি ছক্কা। জয় মাত্র ২৭ বলে ৩৭ রান করেছেন। তার ইনিংসে ছিলো ১টি চার এবং ৫টি ছক্কা! ইমন ২৪, সানি ২১ রান করেন।
স্টার্স ইউনাইটেডের মুনতাসির ২৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। চাঁদ ৩৫ রানের বিনিময়ে পেয়েছেন ৩টি উইকেট। ফাহিম এবং মামুন ১টি করে উইকেট লাভ করেছেন।
১৯৪ রান তাড়া করতে নেমে দলীয় ৮ রানে ১ম উইকেট হারায় স্টার্স ইউনাইটেড। তবে দীপু এবং মামুন ২য় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান।
ফাহিম মামুনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন জালালাবাদকে। এই জুটি ভেঙে যাওয়ায় ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যায় স্টার্স ইউনাইটেড। দলীয় ১১৩ রানের মাথায় দীপুও আউট হয়ে যান, ম্যাচ তখন জালালাবাদের দিকে হেলে পড়ে!
পুরো ৩৫ অভার ব্যাট করলেও ৯ উইকেট খুইয়ে ১৫১ রানের বেশি তুলতে পারেনি স্টার্স ইউনাইটেড।
দীপু ৪৯ রান করেছেন। ৫৯ বলে খেলা ইনিংসটি ৪টি চার আর ২টি ছক্কায় সাজানো ছিলো। মামুন ২৪ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি! অতিরিক্ত থেকে এসেছে ২৯!
সানি ২৪ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। মাহবুব এবং ফাহিম তালুকদার ২টি করে উইকেট পেয়েছেন। ফাহিম হাসান, জয় ১টি করে উইকেট তুলে নিয়েছেন।
টানা ২য় বার ম্যাচ সেরা হয়েছেন জালালাবাদের মাহবুব।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি