সিলেট ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২
স্ত্রী ও শাশুড়ীকে ছুরিকাঘাত করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। স্ত্রী’র অবস্থা আশঙ্কাজনক। প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট♦
ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকায় কুল মিয়ার ভাড়া বাসায়। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকেস্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহজাহান (৩৬) নামে এক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কাঠমিস্ত্রী শাহজাহান স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর উত্তেজিত হয়ে প্রথমে স্ত্রী ও শাশুড়ির গলায় ছুরি চালান।এরপর নিজের গলায় ছুরি চালিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে।
শাহজাহান ছাড়াও এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী ফারজানা বেগম (৩০) ও শাশুড়ি রুকসানা বেগম (৬০)। তাদের মধ্যে ফারজানার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির প্রভাতবেলাকে বলেন, ঘটনার পর শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরিকাঘাতে ব্যবহার করা ছুরি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি