সিলেট ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭
কর্মজীবী মায়েদের শিশুসন্তান জমা রাখার জন্য ডে কেয়ার নামের একটা ব্যবস্থা প্রায় সব দেশেই চালু আছে। সেখানে শিশুদের ডে-কেয়ারের মতোই এবার ‘স্বামী জমা’ রাখার সার্ভিস চালু করছে চীন। এ ধরনের স্বামী মনোরঞ্জন উদ্যোগ বিশ্বে এটাই প্রথম। স্ত্রী শপিং করতে গেলে স্ত্রীর পেছন পেছন গাদাবোটের মতো চলতে অনিচ্ছুক স্বামীদের জন্য এই বিশেষ কেয়ারের ব্যবস্থা চালু করা হয়েছে চীনের সাংহাইয়ের একটি শপিং মলে। সেখানে নারীরা তাদের স্বামীদের জমা রেখে যেতে পারবেন। ফলে তারা যখন শপিং করবেন, তখন এই স্বামীদের আর পেছন পেছন ঘুরতে হবে না। দেশটির সংবাদপত্র ‘দ্য পেপার’ এ খবর জানায়। ‘গ্গ্নাস পডে’ স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি গ্গ্নাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেমপ্যাড। সেখানে বসে তারা ৯০ দশকের পুরনো গেমগুলো খেলতে পারবেন। এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানান, তারা ব্যাপারটি পছন্দ করেছেন। ইয়াং নামে একজন বলেন, ‘আমি মাত্র টেকেন-থ্রি গেমটি খেললাম। আমার মনে হলো, আমি যেন মাত্র স্কুল থেকে ফিরেছি।’ চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। একজন মন্তব্য করেন, ‘এই সার্ভিস এখন স্বামীদের শপিংয়ে যেতে উৎসাহ জোগাবে। যদিও শপিংয়ের খরচ তাদের পকেট থেকেই যাবে।’ তবে ঘোর বাস্তববাদী একজন স্ত্রীর মন্তব্য, ‘আমার স্বামী যদি কেবল বসে গেম খেলতে চান, তাকে শপিংয়ে নিয়ে আসার মানে কী?’ বিবিসি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি