সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইডেনছাত্রী নুসরাত

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইডেনছাত্রী নুসরাত

প্রভাতবেলা প্রতিবেদকঃ এবার লেগুনা থেকে ছিটকে পড়ে ইডেনছাত্রীর মৃত্যু হয়েছে। রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান ঝুমা নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ মর্গে রাখা হয়েছে।’

নিহত নুসরাত জাহান ঝুমা (১৯) কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবুল হোসেনের মেয়ে। তিনি ঢাকায় দনিয়ার নূরপুর এলাকায় থাকতেন। নুসরাতের বড় বোন জেবুন্নেসা জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে নুসরাত সবার ছোট।

জানা যায়, সোমবার দুপুরে ক্লাস শেষে লেগুনায় করে বাসায় ফিরছিলেন ঝুমা। পথিমধ্যে দনিয়া বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝুমার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ