হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলার পৃথক স্থানে দুই শিশু ও সদর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বণিক ও হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান।

মাধবপুর উপজেলা কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বণিক বলেন, দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার চার বছরের মেয়ে ফাতেমা বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপরদিকে দুপুরে উপজেলার ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের দুই বছরের মেয়ে নিলিমা দেবনাথ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

এদিকে শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে পুকুরে ডুবে রিফাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান জানান, বাড়ির পাশের পুকুর থেকে শিশু রিফাতকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ