সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
হরতালে পরীক্ষা। উদ্বেগ উৎকন্ঠায় শিক্ষার্থী অভিভাবক। উচ্চ পর্যায়ের সকল পরীক্ষার সময়সূচী হরতালের কারণে স্থগিত হলেও স্কুল পর্যায়ে বহাল থাকে। প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট।
তাই উদ্বেগ উৎকন্ঠা নিয়ে শিক্ষার্থী- অভিভাবককে স্কুলে, পরীক্ষার হলে যেতে হচ্ছে। সড়কে গণপরিবহন চলাচল সীমিত। অধিকাংশ শিক্ষার্থী- অভিভাবকের নিজস্ব পরিবহন নেই। সময়মত পরীক্ষার হলে পৌঁছতে হবে। রাতভর টেনশন শেষে কাকডাকা ভোরে রওয়ানা দিয়ে ১০ টায় স্কুলে পৌছেন। দুর্ভোগ এখানেই শেষ নয়। পুরো ৩ ঘন্টা স্কুলের আশে দাঁড়িয়ে থাকতে হয় অজানা আতঙ্কে। সন্তানের কখন জানি কি হয়?
সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের স্কুল সেকশনের পরীক্ষা চলছে। এখানেও উদ্বেগ উৎকন্ঠার শেষ নেই। ষাটোর্ধ এক অভিভাবক উৎকন্ঠা প্রকাশ করে বলেন, কি করবো, এভাবে রেখে যাব কেমনে? তিন ঘন্টা দাঁড়িয়ে থাকবো কেমনে? হঠাৎ যদি কোন অঘটন ঘটে যায়। অজানা আতঙ্কে এই অভিভাবক।
তার ভাষায়, ‘জীবনে এই প্রথম হরতালে স্কুলে পরীক্ষা দেখলাম’
কোন নিরাপত্তা নেই। কোন পরিবহন নেই। কি কষ্টে আমরা আছি। যোগ করেন এই অভিভাবক ।
স্কুলের আশে পাশে শত শত অভিভাবক আতঙ্কে প্রহর গুণছেন কখন শেষ হয় পরীক্ষা।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি