সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল তিনটায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলামের সভাপতিত্বে, শিক্ষক জুবায়ের আহমদ, হানিফ উদ্দিন ও পিন্টু চক্রবর্তীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধিক সহকারি শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বদরুল ইসলাম, জিল্লুর রহমান, কবির আহমদ, মামুনুর রশিদ, সালেহ আহমদ, তাজ উদ্দিন, ইসমত আরা, আসপিয়া সুলতানা প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্ট একটা বড় বৈষম্য। তাই ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার,অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি