২ দিনের রিমান্ডে সাবেক এমপি মা‌নি‌ক

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

২ দিনের রিমান্ডে সাবেক এমপি মা‌নি‌ক

প্রতিনিধি, সুনামগঞ্জ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া অন্য দুই আসামি রিগান ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বাকি ৩০ জন আসামিকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম।

মামলার এজাহারের তথ্যমতে, ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ২ সেপ্টেম্বর দুপুরে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এ মামলা করেন।

আরও পড়ুন  তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

এ মামলায় ১৫ অক্টোবর সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ১০ ও অন্য ৩২ আসামির পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকে তাদের রিমান্ড শুনানি করে মানিকের দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ