সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
অভিযুক্ত আতিকুর রহমান নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভুয়া পরিচয় দিয়ে মসজিদ-মাদরাসায় অবস্থান করে প্রতারণা করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বছরখানেক আগে তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী মালিগছ বামনপাড়া জামে মসজিদের জন্য মসজিদ কমিটি একজন ভালো ইমামের খোঁজ করছিলেন। খবর পেয়ে আতিকুর রহমান আসল পরিচয় গোপন রেখে মসজিদে ইমামের চাকরি নেন। কিছুদিন পর তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন ব্যবসা শুরু করেন। একপর্যায়ে তিনি অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে সহজ-সরল মুসল্লিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। তিনি ওই মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকেও ধারের নামে টাকা নেন।
স্থানীয়দের দাবি, সব মিলিয়ে তিনি এলাকার বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নিয়েছেন। তবে পাওনা টাকার জন্য তাগাদা দিতে থাকলে তিনি টালবাহানা শুরু করেন। পাওনাদারের চাপের একপর্যায়ে গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে পালিয়ে যান। প্রতারণার ঘটনায় রোববার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগছ এলাকার ভুক্তভোগী ২০ পরিবারের সদস্যরা মানববন্ধন করেন।
প্রতারণার শিকার রফিকুল ইসলাম বলেন, ইমাম আতিকুর রহমান মসজিদে দায়িত্ব নেওয়ার পর আমাকে ব্যবসার মাধ্যমে লাভের কথা বলে সহযোগিতা চান। দিনাজপুরের বিরলে ৪২ কিলোমিটার সড়কের ঠিকাদারি কাজের কথা বলে আমার কাছে তিন লাখ টাকা ধার নেন। পরে টাকার কথা বললে তিনি রাতের আঁধারে পালিয়ে যান।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, এই ইমাম এমন প্রতারক হবেন, তা আমরা কল্পনাও করিনি। তিনি আমাদের মসজিদের ইমাম হিসেবে বিভিন্ন মাহফিলে ওয়াজ করতেন। আমরা তাকে খুব বিশ্বাস করতাম। বিভিন্ন অজুহাতে তিনি বিভিন্ন জনের কাছে প্রায় ৪০ লাখ হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন। পরে জানতে পারি, এর আগে বগুড়ার এক এলাকাতেও তিনি প্রায় কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনসহ তেঁতুলিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বী বলেন, এটা একটি বড় ধরনের অপরাধ। আমার কাছে ভুক্তভোগীরা এসেছিলেন, তারা লিখিত অভিযোগও দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তাদের থানায় লিখিত অভিযোগ করার বিষয় পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি