সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
নকলা বাসস্ট্যান্ড সংলগ্ন নকলা দারুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। মাহদী হাসানের দুলাভাই মাওলানা আব্দুল আলীম রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মাহদী হাসান ওয়াছকুরুনী দুই বছর বয়সে বাবাকে হারায়। সে বেশ মেধাবী। এজন্য মাহদীর বাবার ইন্তেকালের পর নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ (তারা আলম) তার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন।
মাওলানা আব্দুল আলীম বলেন, মাহদী হাসান ওয়াছকুরুনীর এমন সাফল্যে আমরা গর্বিত। দেশবাসীর কাছে তার জন্য বিশেষভাবে দোয়া চাই, যেন মহান আল্লাহ তাকে তার খাদেম হিসেবে কবুল করেন। একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার ওস্তাদ হাফেজ মাওলানা শফিকুল ইসলামের প্রতিও। তার ঐকান্তিক সহযোগিতায় মাহদী এত অল্প বয়সেই এই কীর্তি গড়তে সমর্থ হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি