সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪
অংশগ্রহণমূলক নির্বাচন হলেও নির্বাচনী মাঠে প্রতিশ্রুতি, সংঘাত, সংঘর্ষ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে আমাদের দেশে। ২০২৪ সালের ৭ জানুয়ারি দেশে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তা প্রকারান্তরে একদলীয় একতরফা নির্বাচন।
তারপরও যে যার মতো যতটুকু পারে নির্বাচনের মাঠে ‘আমি’, ‘ডামি’, ‘স্বতন্ত্র আমি’ সরকারি আনুকূল্য পাওয়া বিভিন্ন দলের প্রার্থীরাও প্রতিশ্রুতির ফুলঝুরি শোনাচ্ছে বলে জানা যায়।
অংশগ্রহণমূলক নির্বাচন হলেও নির্বাচনী মাঠে প্রতিশ্রুতি, সংঘাত, সংঘর্ষ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে আমাদের দেশে। ২০২৪ সালের ৭ জানুয়ারি দেশে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তা প্রকারান্তরে একদলীয় একতরফা নির্বাচন।
বিগত দিনে এসব বিষয়ে তার বা তার দলের ওই সংশ্লিষ্ট বিষয়ে কর্মকাণ্ড কী ছিল সেইসব কথা বলবেন। অন্যদের সাথে পার্থক্য তুলে ধরবেন।
আমাদের সংবিধানে স্থানীয় সরকারের কথা বলা আছে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাদেরই ভূমিকা রাখার কথা। অর্থাৎ স্থানীয় উন্নয়নে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ প্রধান ভূমিকা রাখবে। এজন্য এসব প্রতিষ্ঠান সংসদের আদলে গড়ে তুলতে হবে।
স্থানীয় সরকারের কার্যকর ভূমিকায় সরাসরি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এভাবে দেশের জনগণকে স্থানীয় কাজে সম্পৃক্ততা বাড়ানো যায়। তাদের সচেতনতা বৃদ্ধি করে দেশের উন্নয়নসহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা যায়।
এর অন্যতম কারণ হলো—জাতীয় সংসদ সদস্যরা সংবিধান অনুযায়ী প্রধানত তাদের দায়িত্ব পালন না করে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডসহ সব কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। এর মাধ্যমে স্থানীয় সরকার সংগঠনগুলো তার কার্যক্রম যথাযথভাবে করতে পারে না। এসব প্রতিষ্ঠান দক্ষ ও শক্তিশালী হয়েও গড়ে ওঠে না।
এসব কথা বা সিদ্ধান্ত কার্যকর করতে গেলে প্রয়োজন সুশাসন নিশ্চিত করা। প্রয়োজন সংবিধান অনুযায়ী জনগণের স্বার্থে কাজ করবে এমন সরকার প্রতিষ্ঠা করা। যারা প্রয়োজনের সংবিধানকে আরও উন্নত করে সর্বত্র জনগণের অংশগ্রহণ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে।
এসব জনপ্রতিনিধিদের ক্ষমতার খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব জনপ্রতিনিধিরা নিজের স্বার্থ, নিজের অর্থ-সম্পদ গড়ে তোলায় ব্যস্ত হয়ে ওঠেন। ব্যস্ত হয়ে ওঠেন নিজের স্বার্থ রক্ষায় নিজের গোষ্ঠী ক্ষমতায় রাখতে।
যারা একবার ক্ষমতার সাধ পেয়ে গেছে তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চায় না। নিজেদের গোছানো অর্থ-সম্পদ রক্ষা এবং আগামীতে আরও অর্থ সম্পদ গড়ে তোলার লক্ষ্য এরা সামনে চলে আসে। তার জন্য পুনরায় ক্ষমতা চায়।
দেশের শাসকদের রাজনীতি এখন দুর্বৃত্তদের কাছে বন্দি হয়ে গেছে। সাধারণভাবে বললে বলা যায় ‘অসৎ আমলা অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিবিদদের চক্র’ই এসব রাজনৈতিক দলের স্টিয়ারিংয়ে বসে আছে।
নানাভাবে টাকার মালিক হওয়া কেউ কেউ স্থানীয় কিছু ভূমিকা রাখছে দেখতে পেলেও তাকে পুঁজি করে নিজের বা নিজেদের সম্পদ গোছানোই যে প্রধান হয়ে উঠছে সেইসব তথ্য সবাই দেখতে পাচ্ছে।
তাই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন ও এই জনপ্রতিনিধিরা যার যার দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না তাও যথাযথভাবে যাচাই-বাছাই করা হচ্ছে না।
যারা একবার ক্ষমতার সাধ পেয়ে গেছে তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চায় না। নিজেদের গোছানো অর্থ-সম্পদ রক্ষা এবং আগামীতে আরও অর্থ সম্পদ গড়ে তোলার লক্ষ্য এরা সামনে চলে আসে। তার জন্য পুনরায় ক্ষমতা চায়।
একটা শক্তিশালী নীতি-নিষ্ঠ রাজনৈতিক শক্তি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠলে তারা সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে যথাযথ ভূমিকা পালন করতে পারত। এর মধ্য দিয়ে পুরো রাজনৈতিক পরিবেশ উন্নত করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হতো।
দেশের মানুষকে অন্ধকারে রেখে নির্বাচনের প্রার্থীরা নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে তুলে না ধরে যেসব অঙ্গীকার করছে তার মধ্য দিয়ে মানুষের সামনে জনপ্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সঠিক তথ্য ফুটে ওঠে না। এর মধ্য দিয়ে জনগণ বিভ্রান্ত হয়, মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারাচ্ছে।
রুহিন হোসেন প্রিন্স।। সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) hossainprince@yahoo.com
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি