ইসকন মন্দিরে রাধা-মাধব শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও দীক্ষানুষ্ঠান বুধবার

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২

ইসকন মন্দিরে রাধা-মাধব শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও দীক্ষানুষ্ঠান বুধবার

সিলেটের ইসকন মন্দিরে রাধা-মাধব শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও দীক্ষানুষ্ঠান ১০ আগস্ট বুধবার শুরু।

সিলেটের ইসকন মন্দিরে শ্রীশ্রী রাধা-মাধব শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও দীক্ষানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫দিন ব্যাপি এই মহোৎসব আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন যুগলটিলা সিলেটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১০ আগস্ট বুধবার বিকেল ৩টায় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শুভাগমন ও অভ্যর্থনা; স্থান: হোটেল গ্র্যান্ড সিলেট।

১১ আগস্ট বৃহস্পতিবার ভোর ৫টায় জপ-ক্লাস; পরিবেশনায়-শ্রীপাদ নাড়– গোপাল দাস, সকাল ৮টায় শ্রীমদ্ভাগবতীয় প্রবচন; পরিবেশনায়- শ্রীপাদ নাড়– গোপাল দাস, দুপুর ১২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল সাড়ে ৩টায় শ্রীগুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা ও ভজন কীর্ত্তন, বিকেল ৫টায় শ্রীল প্রভুপাদের অবদান; পরিবেশনায়-শ্রীমৎ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ, সন্ধ্যা ৬টায় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের অভ্যর্থনা, সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীশ্রী গৌরসুন্দর আরতি, সন্ধ্যায় ৬.৪০ মিনিটে শ্রীল প্রভুপাদের চরণচিহ্ন স্থাপন, সন্ধ্যা ৬.৫০ মিনিটে শ্রীল প্রভুপাদের স্বাস্থ্যবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন, সন্ধ্যা ৭টায় অধিবাস প্রবচন ও আশীর্বাদ বাণী; প্রদান করবেন-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবের শুভ অধিবাস।

আরও পড়ুন  জুড়ী স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেট'র আহ্বায়ক কমিটি গঠন

 

১২ আগস্ট শুক্রবার শ্রীশ্রী বলরাম জয়ন্তী; দুপুর পর্যন্ত উপবাস, সকাল ৮টায় শ্রীগুরু কৃপাই বলরাম কৃপা; পরিবেশনায়-শ্রীমৎ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ, সকাল ৯টায় শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও মহাঅভিষেক, সকাল সাড়ে ৯টায় শ্রীমন মহাপ্রভুর পাদপদ্ম মহাঅভিষেকোত্তর পাদপীঠ স্থাপন, দুপুর ১টায় বিশেষ পূজা, দুপুর ১.২০ মিনিটে আশীর্বাদ বাণী, দুপুর ২টায় বৈষ্ণব সেবা, বিকেল সাড়ে ৪টায় সজ্জন সমাবেশ, বিকেল পৌনে ৫টায় টেম্পল প্রজেক্ট ডকুমেন্টারি প্রদর্শনী, বিকেল ৫টায় মন্দির নির্মাণের মহিমা, বিকেল পৌনে ৬টায় আশীর্বাদ বাণী, ৬টায় দীক্ষানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৭টায় ভাগবতীয় প্রবচন, সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

১৩ আগস্ট শনিবার সকাল ৮টায় শ্রীমদ্ভাগবতীয় প্রবচন, সকাল ৯টায় দীক্ষার্থীদের উদ্দেশে প্রবচন, সকাল ১০টায় দীক্ষানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমদ্ভাগবতীয় প্রবচন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ আগস্ট রবিবার সকাল ৮টায় শ্রীমদ্ভাগবতীয় প্রবচন, সকাল ৯টায় দীক্ষার্থীদের উদ্দেশে প্রবচন, সকাল ১০টায় দীক্ষানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমদ্ভাগবতীয় প্রবচন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন  সাবেক শিবির নেতা মিছবাহ আর নেই

 

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ