করোনায় মৃত্যু বেড়ে ২৪৫৭, নতুন শনাক্ত ৩৫৩৩

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

করোনায় মৃত্যু বেড়ে ২৪৫৭, নতুন শনাক্ত ৩৫৩৩

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫৩৩ জন। আর একই সময়ে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মারা গেলেন ২,৪৫৭ জন এবং দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৯৩,৫৯০ জন।

 

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪,০০২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

 

গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩,৪৫৩টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,১৬৩ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৯০,০৫৭ জন। আর গতকাল আরও ৩৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৪২৪ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৪,৯১০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,০৩,২২৭ জন।

আরও পড়ুন  জুড়ী জায়ফরনগর ইউপি’র ফ্রি অক্সিজেন সার্ভিস চালু

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ