জামেয়া স্কুল এন্ড কলেজে নবীন বরণ

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

জামেয়া স্কুল এন্ড কলেজে নবীন বরণ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।
সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) নবীন বরণ ও ওরিয়েন্টেশন আজ বুধবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রভাষক মুহিবুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস শাকুর। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও কলেজ ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বালিকা শাখার কলেজ ইনচার্জ মোর্শেদা আকতার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রব, প্রভাষক মঞ্জুর রহমান, কিশোরকন্ঠ পাঠক ফোরামের সভাপতি আরিফুজ্জামান রুকন, অভিভাবক জাহিদুর রহমান ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিব আহমদ নাহিদ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ । শিক্ষার আলো যাতে সকলের মাঝে ছড়িয়ে যায় সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে, যার সফল ধারাবাহিকতায় কলেজ শাখার পাঠদান কার্যক্রমের যাত্রা শুরু হয়। তিনি আরো বলেন শিক্ষার্থীরা যাতে মা-বাবা এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয় ।ভালো ফলাফলের জন্য তিনি শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত থাকার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে নতুন পুরাতন মিলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর সমাগম হয় । বিজ্ঞপ্তি।

সর্বশেষ সংবাদ