তুরস্কে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫১

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

তুরস্কে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫১

বিশ্বভূবন ডেস্ক:

তুরস্কের পশ্চিমাঞ্চলে হওয়া সাত মাত্রার ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে ৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইজমি রাজ্যে রোববারও ধসে যাওয়া আটটি ভবনে উদ্ধার কাজ চলছে, যদিও সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

তুরস্কের জরুরি কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, গত শুক্রবার বিকেলে এজিয়ান সাগরে হওয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইজমির প্রদেশের সেফেরিহিসার শহর।

ভূমিকম্পে আহত হয়েছেন ৮৯৬ জন। এএফএডি জানিয়েছে, আহতদের মধ্যে ২০০ এর বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধসে পড়া ভবনের নিচ থেকে ৩৩ ঘণ্টা পর আহমেদ নামে ৫৫ বছর বয়সী উদ্ধার করা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া তুর্কি শহর বাইরাকলির অনেক পরিবার তাঁবুর নিচে বসবাস করছেন। শুক্রবার থেকেই প্রায় ৬ হাজার উদ্ধারকর্মী দিন-রাত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  রসায়নে নোবেল পেলেন ২ নারী

তুরস্ক জানিয়েছে, ভূমিকম্পের পর ৮০০ বারের বেশি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে চার মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে ৪০টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ