বাংলাদেশের বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চায় ভারত

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

মাঠে ময়দানে ডেস্ক:

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গত বৃহস্পতিবার আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। একমাত্র গোলটি করে বাংলাদেশকে পয়েন্ট এনে দিয়েছেন তপু বর্মণ। বাংলাদেশের এই ডিফেন্ডার ম্যাচ শেষে বলেছেন, তাদের লক্ষ্য এবার ভারতকে হারানো। আগামী ৭ জুন বাছাই পর্বের অপর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রতিবেশি দেশটি গত বৃহস্পতিবার বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের কাছে ১-০ গোলে হেরে গেছে।

 

বাছাইপর্বের প্রথম লেগে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ার দল। ম্যাচ হয়েছিল চরম উত্তেজনাকর। তাই এবার ভারতকে হুমকি দিতে পিছপা হননি তপু বর্মণ। অন্যদিকে কাতারের কাছে হেরে ভারতের চোখ এখন বাংলাদেশ ম্যাচে। তারা বাংলাদেশের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেতে চায়। কারণ বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়া ভারতের কাছে ইতিমধ্যেই যথেষ্ট কঠিন হয়ে উঠেছে।

 

৭ জুনের ম্যাচ নিয়ে ভারতীয় ফুটবল দলের মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্ডেজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি যেকোনো মূল্যে জিততে চান। তিনি বলেছেন, ‘আগামী ম্যাচে আমরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চাই। একে অপরকে আরও বেশি সাহায্য করব। দলে নিজেদের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি। পরের ম্যাচটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন  নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

 

ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার শুভাশিষ বোস বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল দলের শক্তি এবং দূর্বলতা সম্পর্কে আমরা জানি। তারা এমন একটা দল, যারা প্রতি আক্রমণে ফুটবল খেলতে ভালোবাসে। সেটাই সবচেয়ে বিপদজনক। ভারত বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ হয়। বাংলাদেশ দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ