সিলেট ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৭
সংবাদদাতা, বিশ্বনাথ: বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় দেখা মেলেনি জনপ্রতিনিধিদের।
১৩ই মার্চ (সোমবার) উপজেলা বিআরডিবি হলরুমে নির্ধারিত সময়ের ৪০মিনিট পর সভা শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের নির্ধারিত তারিখের পুর্বেই নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি প্রদান করা হয়। কিন্তু তারপরও স্থানীয় ১০ জনপ্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হননি। যদিও সভার শেষপর্যায়ে উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজন জনপ্রতিনিধি সভাস্থলে উপস্থিত হন।
গুরুত্বপূর্ণ এ সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের উপস্থিতি কম হওয়ায় বিস্ময় প্রকাশ করেন উপস্থিত অন্যান্য সদস্যরা। আগামী সভায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়াও সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা স্মৃতি রাণী ধীর, পল্লী বিদ্যু বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নামজুল হাসান, বিশ্বনাথ ডিগিী কলেজের সহকারী অধ্যাপক মানিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ সভাপতি আশিক আলী, বর্তমান প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি