ভাটেরা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প || জনমনে আনন্দ,হাসি

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

ভাটেরা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প || জনমনে আনন্দ,হাসি

প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট ভাটেরা জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রত্যন্ত জনপদের মানুষের মনে আনন্দ, মুখে হাসি। ভয়াবহ বন্যার কবলে পীড়িত মানুষ যখন নানা রোগ ব্যাধিতে আক্রান্ত। ঠিক এই সময়ে নির্মাণাধীন ভাটেরা চ্যারিটি জেনারেল হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগকে মহৎ কাজ বলে ধন্যবাদ দিচ্ছেন প্রত্যন্ত জনপদের মানুষ। এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবীও করছেন পীড়িত মানুষ।

১জুলাই শুক্রবার নির্মাণাধীন ভাটেরা চ্যারিটি জেনারেল হাসপাতালের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিল  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও কানাডায় নিবন্ধিত় চ্যারিটি প্রতিষ্ঠান ইনোভেটিভ কেয়ার এন্ড সাপোর্ট   (ICAS)  ।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে ১১২০ ( এক হাজার একশত বিশজন) রোগীকে প্রেসক্রিপশন ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদেরকে প্রেসক্রিপশন প্রদান করেন।

আরও পড়ুন  আগস্টের ১ম প্রহরে কুবি’তে ছাত্রলীগ নেতা নিহত

স্থানীয় ৬০ জন স্বেচ্ছাসেবক, ৮ জন ফার্মাসিস্ট, হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ রোগীদেরকে অভ্যর্থনা ও সেবা প্রদান করেন। অভ্যর্থনা, শৃঙ্খলা, অতিথি, চেম্বার ব্যবস্থাপনা, ফার্মেসি ও খাদ্য বিভাগে স্বেচ্ছাসেবকরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

 

ক্যাম্প আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ভাটেরার কৃতিসন্তান সাবেক সচিব জনাব মিকাইল শিপার। রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ভাটেরা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা: আহমদ আল আলামিনের এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর  প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার . প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভূঁইয়া, ভাটেরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম প্রমূখ।

 

সার্জারি বিভাগ, মহিলা বিভাগ, নাক কান গলা বিভাগ, নিউরোলজি বিভাগ, চক্ষু বিভাগ, শিশু বিভাগ ও দন্ত বিভাগে রোগী দেখেন প্রফেসর ডাঃ আহমদ আল আমিন, প্রফেসর ডাঃ সাঈদ এনাম, ডাঃ নাহিয়ান সাবির, ডাঃ এইচ এম ইকবাল হোসেন, ডাঃ আলিম উদ্দিন, ডাঃ মেহেদী আহমদ, ডাঃ রুহুল আহমদ, ডাঃ সাদি হাসান, ডাঃ খালেদ রকিব, ডাঃ জাকওয়ান রাদি, ডাঃ ফাহমিদা জাহান প্রিতা, ডাঃ ফেরদৌসী জান্নাত অমি, ডাঃ মারজানুল ফেরদৌস, ডাঃ কুলসুমা রহমান বুশরা, ডাঃ মাশকুরা তানিম,ডাঃ তাফহিম আহমদ রিফাত, ডাঃ শাহীন আহমদ, ডাঃ সাঈদ তাসনুম সামী, ডাঃ আবিদুল হক আবিদ, ডাঃ ইসতারি হালদার মারতা, ডাঃ বিলকিস সুরাইয়া তারিন, ডাঃ মোঃ আব্দুস সামাদ, ডাঃ ফজলে রাব্বী নাহিদ।

আরও পড়ুন  দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩

 

নির্মাণাধীন ভাটেরা জেনারেল হাসপাতাল ভবনের নিচতলায় মোট ২২ টি কক্ষে ডাক্তার চেম্বারের ব্যবস্থা করা হয়। সামনের দিনগুলোতে হাসপাতালের পক্ষ থেকে মানব সেবায় অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন হাসপাতালে কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট ডাইরেক্টর মুহাম্মদ জাফর উল্লাহ, আহমদ সামিন জাওয়াদ, এজাজ আহমেদ খান ও জাহেদ হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ