যুক্তরাজ্য যুবদলের সভায় হামলাঃ আহত ২

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

যুক্তরাজ্য যুবদলের সভায় হামলাঃ আহত ২

 

প্রতিনিধি, যুক্তরাজ্য:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখা কতৃক আয়োজিত কর্মীসভায় রহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।

 

ইস্ট লন্ডনের আল হামরা রেস্টুরেন্টে আয়োজিত কর্মী সভার শেষ পর্যায়েবহিরাগত সন্ত্রাসীরা হকিস্টিক, বেইসবলের ব্যাট, গলফ ব্যাট, রড, হাতুড়ি, লাঠিসোঁটা নিয়ে দেশীয় কায়দায় হামলা করে। এতে লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খয়ের এবং যুক্তরাজ্য যুবদল নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য শিপন চৌধুরী মারাত্মক আহত হন।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত শিপন রয়েল লন্ডন হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানে আছে। সন্ত্রাসীদের হকিস্টিকের আঘাতে তার মাথার খুলি ভেঙ্গে যায়। শিপনের জীবণ ঝুকিমুক্ত নয় বলে ডাক্তাররা পরিবারের সদস্যদের অবহিত করেছেন বলে জানা গেছে।

 

গতকাল আহত শিপন চৌধুরীকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে উপস্থিত হোন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হুসেন টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, এম সি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার গুটলু, যুক্তরাজ্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ জে লিমন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খয়ের, যুক্তরাজ্য যুবদল নেতা সাহেদ আহমেদ, রকিব আলী, দেলোয়ার হোসেন, শিপু খান, জোবায়ের সিদ্দিকী জুবু, মুন্না ইসলাম, মহসিন মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন  চীনে কোরআন তেলাওয়াতের কারণে মুসলমানদের গ্রেফতার

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ