সিলেট ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৯
কুটনৈতিক প্রতিবেদক: খ্যাতিমান লেখক অরুন্ধতী রায় বলেছেন, রাজনীতি এখন মানুষের জন্য মনে হয় করা হয় না। এখন রাজনীতি হয়, নদী, বাঁধ, বিভিন্ন প্রকল্পকে ঘিরে। এ সব কিছুকে রূপ দেয়ার জন্য মানুষের চিরন্তন জীবন বিপন্ন করা হয়। তিনি বলেন, রাজনীতিকদের খুবই ক্ষমতাবান মনে হলেও অনেক সময়ই তারা ক্ষমতাহীন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এভাবে আমি এদেশগুলোকে ভাগ করতে চাই না। আসলে এগুলো একই দেশ। গ্লোবাল ভিলেজ ভাবলে এমনটি ভাবতে হবে। আমি একজন মোবাইল রিপাবলিক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্র মানে শুধু নির্বাচনকে বোঝানো হচ্ছে। কিন্তু বিষয়টি এমন নয়। আজ গণতন্ত্র যাদের প্রতিনিধিত্ব করে তা খুবই স্বল্প মানুষের জন্য।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডির মাইডাস সেন্টারে অ্যাটমোস্ট এভরিথিং’ শিরোনামের অনুষ্ঠানে খ্যাতিমান আলোকচিত্রী ড. শহিদুল আলমের প্রশ্নের জবাব দেন অরুন্ধতী।
অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, ড. শাহদীন মালিক, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ আনাম, নূরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোকচিত্র উৎসব ছবিমেলায় অংশ নিতে গত ৩রা মার্চ ঢাকায় আসেন বুকার পুরস্কারবিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়। দুপুরে তার বক্তৃতার অনুষ্ঠানটি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি বাতিল করায় পরে তা মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি