সিলেট ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার (১ নভেম্বর ২০২৫ ইং.) সকালে প্রাইভেট কার এবং বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন দুই জন এবং চার জন আহত হয়েছেন । নিহতরা হলেন উপজেলার মজিদপুর গ্রামের মোঃ হারুন মিয়া (৩২) ও তাঁর কন্যা আনিসা (০৮)। একই গ্রামের আহতরা হলেন মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০)।এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বেলাল আহমদ মুকিত (৩৭)।
পুলিশ সুত্রে জানা যায় , সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৪৭) এবং তাজপুর থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৪৮৫৫) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে। দুর্ঘটনার পর মহাসড়কের সাময়িক যানজটের সৃষ্টি হলেও শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুর রশিদ সরকার জানান , মর্মান্তিক এ দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে, এছাড়াও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি