সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
তানজীল শাহরিয়ার:
ইভ্যালি সিলেট টি-২০ ব্লাস্ট ২০২১ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে এমকেবি প্লাটুন সিলেট ইউনাইটেডের বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
আরিফুল হক ৩৭, অধিনায়ক রাহাতুল ফেরদৌস জাভেদ ৩২, গত ম্যাচের সেরা খেলোয়াড় শানাজ ১৪ রান করেন। ২০ ওভার শেষে ৭ উইকেট খুইয়ে ১৩৯ রান তোলে সিলেট ইউনাইটেড।
এম কে বি প্লাটুনের গালিব ৩২ রান দিয়ে ৩টি, শরিফ ৯ রান দিয়ে ২টি, সায়েম এবং ফখরুল ১টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্যে ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে এম কে বি প্লাটুন, ৬ ওভারে ৪২ রান তুললেও ইউনাইটেড প্লাটুনের দুই উইকেট তুলে নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান এমদাদ এক প্রান্ত আগলে রাখলেও দ্রুত রান তুলতে পারেননি। শেষ দুই ওভারে ঝড়ো ব্যাট চালিয়ে সাকিব প্লাটুনের জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ অব্দি ৪ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়।
প্লাটুনের এমদাদ ৩৫, নবাব ২১, সাকিব ১১ বলে দুইটি করে ছক্কা এবং চার হাঁকিয়ে ২৬ রান করেন। এম কে বি প্লাটুন ২০ ওভারে ১৩৫ রান তোলে ৫ উইকেট হারিয়ে।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিলেট ইউনাইটেডের অধিনায়ক রাহাতুল ফেরদৌস জাভেদ।
এই ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পর্দা নামলো। ইউনাইটেড অপরাজিত থেকে নক আউট পর্বে জায়গা করে নিলো। অন্যদিকে, চার ম্যাচ খেলে পয়েন্টের ঘর ফাঁকা রেখে বিদায় নিলো এম কে বি প্লাটুন।
বুধবার সেমিফাইনালে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স খেলবে সিলেট ইউনাইটেডের বিরুদ্ধে, অপর ম্যাচে মুখোমুখি হবে কুশিয়ারা রয়্যালস এবং স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি