গোপনীয়তা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

প্রভাতবেলা’র নীতিমালা ও গোপনীয়তাঃ
প্রভাতবেলা তার নিজস্ব নীতিমালা ও গোপনীয়তা অনুসরণ অনুশীলন করে। নিম্নোক্ত নীতিমালার আলোকেই প্রভাতবেলা’র সব প্রকাশনা বিধিবদ্ধ।
(ক) প্রভাতবেলা নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতা ছাড়া অন্য কারো প্রেরিত সংবাদ প্রকাশ করেনা।
(খ) প্রভাতবেলায় ইসলামধর্ম বা অন্য যে কোন ধর্ম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের প্রচলিত আইন ও রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য, প্রতিবেদন প্রকাশ করা হয়না।
(গ) বিষয়ধর্মী যে কোন লেখা প্রকাশে সম্পাদকের সিদ্ধান্তই চুড়ান্ত।
(ঘ) প্রভাতবেলা তার নিজস্ব সম্পাদকীয় নীতিমালার আলোকেই সংবাদ , প্রতিবেদন বা বক্তব্য প্রকাশ করে।
(ঙ) প্রভাতবেলা তার সুত্র প্রকাশে বাধ্য নয়।
(চ) প্রভাতবেলা সত্যের সপক্ষে প্রতিদিন এই নীতিতে বিশ্বাসী।
(ছ) এই নীতিমালা দৈনিক প্রভাতবেলা, www.dailyprovatbela.com.
ফেসবুক আইডি https://www.facebook.com/daily.provatbela.
ফেসবুক পেজ https://www.facebook.com/TheDailyProvatbela
ইউটিউব চ্যানেল Daily Provatbela র ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ