অ্যাম্বুলেন্সে লাশ সাজিয়ে মাদক পাচার!

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

অ্যাম্বুলেন্সে লাশ সাজিয়ে মাদক পাচার!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সে করে মাদক দিয়ে লাশ সাজিয়ে পাচার করার সময় ২৫০পিস ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

 

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাদকবাহী অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল।

 

এ সময় থানা পুলিশের টহল জীপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ীর সামনে অ্যাম্বুলেন্স রেখে চালক পালিয়ে যায়। এ সময় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ব্যাপারে পলাতক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হইয়েছে। অপরাধীকে শনাক্তের বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ