সিলেট ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট: ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং গতকাল সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদ-নদীর পানি বাড়ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পিয়াইন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে। পার্শ্ববর্তী দেশ ভারতের পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত হলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
গতকাল সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যার শঙ্কায় সাধারণ মানুষ। এতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক বিরাজ করছে। ডাউকি, সারি ও পিয়াইন নদীর পানি আস্তে আস্তে বাড়ছে।
আজ মঙ্গলবার (২০ মে) সকালে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢল পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয়।
পর্যটনকেন্দ্র জাফলংয়ের ভাসমান দোকানগুলো পানিতে তলিয়ে যায়। এতে পর্যটন ব্যবসায়ীরাও রয়েছেন চরম দুশ্চিন্তায়।
যদিও এখনো নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
সারি-গোয়াইনঘাট ও রাধানগর-গোয়াইনঘাট এবং সালুটিকর-গোয়াইনঘাট সড়কে পানি উঠতে শুরু করেছে। তবে এখনো মানুষের বাড়িঘরে পানি ওঠার খবর পাওয়া যায়নি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, উপজেলার নদ-নদীতে পানি বাড়ছে। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিম্নাঞ্চলের মানুষদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি