সিলেট ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১
‘কর্মে অমর মাওলানা ক্বারী জমীরুদ্দীন’ স্মারকের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মরহুম মাওলানা ক্বারী জমীরুদ্দীন স্মরনে এক স্মারক গ্রন্থ প্রকাশ করেছে জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেট।
২২ আগস্ট রোববার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘কর্মে অমর মাওলানা ক্বারী জমীরুদ্দীন’ স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্যে রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা ক্বারী জমীরুদ্দীন (রহ.) স্বীয় মহিমায় উজ্জল। তিনি আমৃত্যু দ্বীন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য কাজ করে গেছেন। কুরআনের খেদমতে তিনি ছিলেন অগ্রসেনানী। সকল মতের আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় ব্যাক্তিত্ব। কুরআন ও হাদীসের জ্ঞানের বিষয়ে তার অবস্থান ছিল অভিভাবকতূল্য। তাঁর জীবন ও কর্মের গৌরবোজ্জল দিকগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই স্মারক গ্রন্থ অগ্রণী ভুমিকা পালন করবে।
জালালাবাদ ইমাম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী মতিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত শায়খুল হাদীস শায়েখ মাওলানা ইসহাক আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নুর, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, আনজুমানে খেতমতে কুরআনের সাবেক সেক্রেটারী হাফিজ আব্দুল হাই হারুন।
ক্বারী মাওলানা আব্দুল হাই এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল হালিম, মাওলানা ওলিউর রহমান সিরাজী, যুক্তরাজ্য প্রবাসী হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা সাদিক সিকান্দার, হাফিজ শফিকুর রহমান। পরিবারের পক্ষ থেকে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন মরহুমের ছেলে নুরুল হুদা মোস্তফা ও জামাতা মাওলানা হারুন রহমান।
অনুষ্ঠানে হামদে বারী তাআলা পেশ করেন শাহরিয়ার হোসেন রাজী। মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি