কুমিল্লায় স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি, মেয়ের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

কুমিল্লায় স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি, মেয়ের যাবজ্জীবন

প্রভাতবেলা ডেস্ক:

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীকে শ্বাসরোধে হত্যায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

একই মামলায় মেয়ে মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, মো. আমির হোসেন, মো. শাহজাহান ও মো. মোস্তফা। রায় ঘোষণার সময় শাহজাহান ও মোস্তফা বাদে বাকিরা উপস্থিত ছিলেন।

 

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ নভেম্বর কুমিল্লার চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে সহিদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ ৫ জন শ্বাসরোধে হত্যা করেন।

আরও পড়ুন  শীতলক্ষ্যায় নৌকাডুবি: নিখোঁজ ৫ জনের মরদেহ

এ ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ