খোকার ঘুম-তামান্না সঞ্চিতা

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

খোকার ঘুম-তামান্না সঞ্চিতা
খোকার ঘুম

-তামান্না সঞ্চিতা

 

গুড়ুম গুড়ুম মেঘ ডাকে ঐ আসছে দারুণ ঝড়, ছোট্ট খোকা ভয় পেয়ে তাই ছুটল মায়ের ঘর।

কিন্তু মায়ের ঘরটা ফাঁকা পাশের ঘরে নাকি? সবক’টা দিক খুঁজল মাকে নেইতো কোথাও বাকী।

ঠোঁটটা ভেঙে এবার কেঁদে বলল কোথায় মা? তোমায় ছাড়া একলা আমি থাকতে পারি না।

হঠাৎ খোকা ঘুম ভেঙে যেই দেখল মায়ের কাছে, সবকিছু তার স্বপ্ন ছিল হাঁফ ছেড়ে তাই বাঁচে।

একটু হেসে ছোট্ট খোকা লুকায় মায়ের বুকে, আর কোথা নয় এই বুকেতে ঘুমায় পরম সুখে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ