চলছে চতুর্থ দফার অবরোধ, সিলেটে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

চলছে চতুর্থ দফার অবরোধ, সিলেটে যান চলাচল স্বাভাবিক
প্রভাতবেলা প্রতিবেদক: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে সিলেটের সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে মানুষের উপস্থিতিও। সড়কে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

 

রোববার সকালে সিলেটের বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা যায়।

সিলেটের আম্বরখানা, বন্দরবাজার, দক্ষিণ সুরমাসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম থাকলেও সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার বাস সময়মতো ছেড়ে যাচ্ছে ।

 

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে গাড়ি নিয়ে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ