চার অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

চার অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ঢাকার ধামরাইয়ে চারটি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ নভেম্বর) ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমানও উপস্থিত ছিলেন।

 

সিলগালা চার ডায়াগনস্টিক সেন্টার হলো- মমতাজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন ডায়াগনস্টিক সেন্টার এবং আল মদিনা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মমতাজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল ইনজেকশন পুশে নবজাতকসহ এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত এ কারণেই অভিযান চালাতে গিয়ে হাসপাতালগুলোর গোপনীয় সব তথ্য বেরিয়ে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ