সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
জামায়াত আমীরের বক্তব্য প্রত্যাহারের দাবী জানিয়েছে শিবির।
সিলেট এমসি কলেজের ঘটনায় সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবিরের সিলেট মহনগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু্।
এক যৌথ বিবৃতিতে শিবির নেতারা বলেন- সিলেট এমসি কলেজে গত ১৯ ফেব্রয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্ধে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে দেয়। রবিবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে এবং আমরা তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন- শিক্ষার্থীদের পারস্পরিক দ্ধন্ধকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে।
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীরও এ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি। অবিলম্বে জামায়ত আমিরের এমন বক্তব্য প্রত্যাহারের আহবান জানায় ছাত্রশিবির।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি