সিলেট ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতের সকল স্তরের দায়িত্বশীলদেরকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে আরোহন করতে হবে। ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিলনা। কঠিন পরিস্থিতির মোকাবেলা করেই ইসলাম বিজয়ী হয়েছে। খোদাভীতি, মেধা, প্রজ্ঞা ও বিবেকবোধের আলোকে নিজেকে পরিচালনা করতে পারলে জীবনের প্রতিটি স্তরের সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তি লাভ সম্ভব।
আমাদের মূল টার্গেট আল্লাহর সন্তুষ্ঠি। জামায়াতের ইউনিট দায়িত্বশীলদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরক গড়ে তুলতে হবে। সর্বদা মানবতার কল্যানে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। তাহলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবো। ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার সিলেট মহানগরীর জালালাবাদ ও বিমানবন্দর থানার যৌথ ইউনিট সভাপতি সম্মেলণে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ থানা আমীর মুফতী আলী হায়দারের সভাপতিত্বে ও বিমানবন্দর থানা আমীর ক্বারী আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
সম্মেলনে উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা আব্দুশ শহীদ, বিমানবন্দর থানা সেক্রেটারি শফিকুল আলম মফিক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল লতিফ, মোঃ ফরিদ উদ্দিন, মুফতি মখছুছুল করীম চৌধুরী, আশফাক আহমেদ চৌধুরী, মোঃ ফয়জুল হক, মোঃ আতিকুর রহমান, আব্দুল হাকিম, আলহাজ্ব আব্দুল জলিল, মঈনুল ইসলাম, মাওলানা মাহমুদ আলী, আনোয়ার হোসাইন, কাজী নাজমুল ইসলাম, মাওলানা ওলিউর রহমান ও আব্দুল মাজিদ প্রমূখ। বিজ্ঞাপ্তি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি