সিলেট ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩
এম রাজু আহমেদ ,জুড়ী♦ ডিবি ‘র অভিযানে জুড়ীতে ৬ জুয়াড়ী গ্রেফতার। মৌলভীবাজার জেলার জুড়ীতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ীকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জানুয়ারী) উপজেলার পশ্চিম জুড়ী ইউপির ধামাই চা বাগান এলাকায়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাত গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের একটি দল জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউপির শ্রী শ্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন পশ্চিম পাশে কৃষ্ণনগর নতুন টিলা বটতলীর ধামাই চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশ জুয়ার আসর থেকে নগদ ৮ হাজার ১৭০ টাকাসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। সিরাজুল ইসলাম সিরাজ (৬২), পিতা- মৃত হোসেন আলী, সাং- ভোগতেরা, ২। আব্দুল মতলিব (৫৩), পিতা- মৃত তমছির আলী, সাং- ভবানীপুর, উভয় ০৫ নং জায়ফরনগর ইউপি, ৩। দেলোয়ার হোসেন (৩০), পিতা- আতিকুর রহমান, সাং- কৃষ্ণনগর, পশ্চিমজুড়ী ইউপি, ৪। মোঃ দেলোয়ার হোসেন (৪২), পিতা- মৃত নসু মিয়া, সাং- পূর্ব বাছিরপুর, সর্ব থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার, ৫। মোঃ কাজল মিয়া (২৮), পিতা- সমসু মিয়া, স্থায়ী সাং- বানায়র, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- বাসা নং-১৬, কদমতলী (মুজিবুর রহমান এর বাসার ভাড়াটিয়া), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৬। আব্দুল খালেক (৫৫), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- কিরণ পাড়া, বাংলা বাজার ইউপি, থানা- দুয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ।
মৌলভীবাজার গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) ইফতেখার ইসলাম বাদী হয়ে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধে জুড়ী থানায় মামলা দায়ের করেন। জানা গেছে, জুয়াড়ী সিরাজ ও তার সাঙ্গ পাঙ্গরা জুয়ার আসর থেকে একাধিকবার গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। থানা পুলিশের নজরদারি না থাকায় জুয়াড়ীদের আনাগোনা বেড়ে গেছে। সম্প্রতি গোয়েন্দা পুলিশের কয়েকটি অভিযানে জুড়ী থেক মোট ২৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি