সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিনই অনানুষ্ঠানিক সভায় মিলিত হয়ে কমিশনাররা এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেন। এ ছাড়া এবার জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করে তা পরে বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচার করার পরিবর্তে সরাসরি (লাইভ) সম্প্রচার হতে পারে।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে গতকাল এই আলোচনা ছিল যে, গণমাধ্যমে ভোটগ্রহণের যেসব সম্ভাব্য তারিখের কথা প্রচার হয়েছে, কমিশন সেসব তারিখ বাদ দেওয়ার পক্ষে। কমিশন চায় না, তফসিলে নির্ধারিত তারিখগুলো আগেই প্রচার হয়ে যাক। কারণ এতে জনসাধারণের মধ্যে সিইসির ভাষণ শোনার আগ্রহে ভাটা পড়তে পারে। তফসিল ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক সভা হলে এবং ভাষণ আগে থেকে রেকর্ড করা হলে ওই তারিখগুলো প্রকাশ হয়ে যাবে বলে কমিশন এক্ষেত্রেও অনাগ্রহী। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতাকেও বিবেচনায় নিচ্ছে ইসি। অবশ্য ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন ধারণাও করছেন যে, কমিশন আগামী ১৪ বা ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, কমিশন গত শনিবারও জানিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে।
অনলাইন মনোনয়নপত্র জমায় নির্বাচনে অনাচার কমবে’
গতকাল রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম’ (ওএনএসএস) ও ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কাজী হাবিবুল আউয়াল এই আশাবাদ ব্যক্ত করেন।
বক্তৃতায় সিইসি বলেন, ‘প্রযুক্তিগত যে পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে, এটি যেমন আমাদের তথ্য সরবরাহ খুব সহজ ও দ্রুত করে দেবে, তেমনি নির্বাচনের স্বচ্ছতার জন্যও সহায়ক হবে। দুই ঘণ্টা বা চার ঘণ্টা পর কত ভোট পড়ল তা জানা যাবে। হঠাৎ যদি আকাশচুম্বী (ভোট পড়ার ক্ষেত্রে) কিছু একটা ঘটে, তখন নির্বাচন বিশ্লেষকদের তাৎক্ষণিকভাবে বিশ্লেষণের সুযোগ তৈরি হবে। আমরা এই অ্যাপসের মাধ্যমে ভোটের তথ্যগুলো অবলোকন করব। এর ব্যবহার একটু কষ্ট করে শিখে নিতে হবে।’
বাংলাদেশ কংগ্রেসের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অনলাইনে ভোট এখনও পৃথিবীর কোনোখানে হয়নি। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সম্প্রতি আমার সাক্ষাৎ হয়েছিল। তারা চেষ্টা করছেন মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ভোটগ্রহণ প্রযুক্তি প্রণয়নের। আমার বিশ্বাস, ওটা বাস্তবায়ন হবে। সেটি হলে বলা যাবে, আমাদের দেশেও ওই ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে কি না।’
উদ্বোধনের আগেই সচল হলো অ্যাপ
গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে সিইসি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ উদ্বোধন করার আগমুহূর্তেই সেটি সচল হয়ে যায়। এ সময় সিইসি বলেন, ‘প্রথমেই কষ্ট পেলাম। আমি উদ্বোধন করতে চেয়েছিলাম। কিন্তু উদ্বোধন ডিজিটালি হয়ে গেছে। এটা কষ্ট দিয়েছে আমাকে। কিন্তু তা মেনে নিতে হচ্ছে।’
চার নির্বাচন কমিশনার যা বললেন
প্রার্থী ও ভোটারদের অনলাইন পদ্ধতি ও অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে কমিশনার আহসান বলেন, ‘স্মার্ট ইলেকশন ব্যবস্থাপনা অ্যাপ চালুর মাধ্যমে প্রযুক্তির ব্যবহারে ইসিও নির্বাচনব্যবস্থাপনায় স্মার্ট বাংলাদেশের যাত্রায় যুক্ত হলো।’
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনার হিসেবে যোগ দেওয়ার পর থেকে দেখেছি, যতগুলো ইলেকশন হয়েছে, প্রায় সবগুলোতেই মনোনয়নপত্র সাবমিশনের দিন থেকেই আচরণবিধি ভঙ্গ শুরু হয়ে যায়।’ তিনি বলেন, ‘মনোনয়নপত্র সাবমিশন করতে এসে শোডাউন করা হয়। যদিও আইনে বলা আছে, মনোনয়নপত্র জমার সময় শোডাউন করা যাবে না। আমরা বিশ্বাস করি, এই অ্যাপের ফলে ভোট অনেক স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে এবং সাধারণ জনগণ এটাকে খুব ভালোভাবে নেবে।’
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘গত কমিশন অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু সেটা খুব একটা বাস্তবায়ন করতে পারেনি। আজকে তা বাস্তবায়ন হলো, সেজন্য খুব ভালো লাগছে।’
মো. আনিছুর রহমান বলেন, ‘সশরীরে মনোনয়নপত্র জমা দিতে আসায় অনেক লোকসমাগম হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এসব কারণে আমরা একটা অনলাইন সিস্টেম চালু করছি। নতুন অ্যাপ অধিকতর জবাবদিহি ও স্বচ্ছতার টুলস হিসেবে ব্যবহার হবে। এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু স্বচ্ছভাবে করে আসছে।’
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি