সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে ইপিজেডের কর্মীরা ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে দেখা যায়।
ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার সিগ্ধতার মাখামাখিতে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশা মাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা।
এ সময়ে কুয়াশার কারণে এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। শেষ রাতে কাঁথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।
এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। উপজেলার গোবিন্দপুর গ্রামের নজরুল বলেন, কার্তিক মাসের শুরুর দিকে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি উপজেলাবাসী। তবে হাঁটতে খুব ভালো লাগছে, আজকের দিনে কুয়াশা বলে দেয় যে শীত আসছে।
উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন মো. ফিরোজ বলেন,যে পরিমাণ কুশায়া পড়ে গেছে, এতে হয়তো শীতের আগমন ঘটছে। কয়েকদিন আগে অনেক বৃষ্টি, তার পরেই গরম এরপর সকালে কুয়াশা। এ সব মিলিয়েই আমাদের এই বাংলাদেশর ছয় ঋতুর কিছুটা পরিবের্তন ঘটছে। সব যেন একটু আগে পিছে হচ্ছে।
ইজিবাইক চালক সুমন বলেন, কুয়াশা মানেই শীত আসার নমুনা। চলাচলে একটু বিঘ্ন ঘটছে তাতে কোনো সমস্যা নেই। সকালের স্নিগ্ধ আবহাওয়া ভালোই লাগছে। ভোর বেলা হাটতে বের হওয়া সরকারি কর্মচারী ইউনুস বলেন, সেপ্টেম্বর মাস প্রাকৃতিক নিয়মেই কুয়াশা পড়ার কথা। তবে আস্তে আস্তে পড়ার কথা থাকলেও আজকে একটু কুয়াশা যেন বেশিই পড়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কয়েকদিনের ভারি বৃষ্টির পর এখন কিছুটা কুয়াশা পড়ছে। এ সময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে দিনাজপুরে তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি