সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে (পাগল) পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় পিতাপুত্রসহ ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার মামলাটি দায়ের করেন সাংবাদিক নুরুল আমিন।
মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামি মোতালিব মিয়া, তার পুত্র বকুল মিয়া, মকুল মিয়া ও সেকুল মিয়া নামের চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
শুনানিকালে ম্যাজিস্ট্রেট বলেন, বাদী মামলা না করলেও আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করতেন। তিনিও পাগলকে মারধরের ভিডিওটি দেখেছেন বলে আইনজীবীদের জানান। বাদীপক্ষে শাহ ফকরুজ্জামানসহ ১৫-২০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।
আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক নুরুল আমিনের পক্ষে ফি ছাড়াই মামলাটির দায়িত্ব নেন অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। শুনানিতে ২০-২৫ জন আইনজীবী জোরালো বক্তব্য উপস্থাপন করলে বিচারক মামলাটি আমলে নেন।
মামলা বাদী সাংবাদিক নুরুল আমিন জানান, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আব্দুল মোতালিব মাস্টারের হুকুমে তার তিন সন্তান পিটিয়ে জখম করে। এ ঘটনার একটি ভিডিও ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়; কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি মামলাটি করেছেন। না হলে সমাজে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে। আইনজীবীরা এ মামলায় কোনো প্রকার ফি না নেওয়ার কথা জানিয়েছেন।
আইনজীবী শাহ ফখরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতে পারে না। এটি অত্যন্ত নিন্দনীয়। বিচারক বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
চুনারুঘাট থানার ওসি নুরে আলম জানান, গ্রেফতারি পরোয়ানা ইস্যুর খবর জানতে পেরেছি। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি