নিজ বাড়ীতে প্রবেশ নিষিদ্ধ প্রবাসী পরিবার

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

নিজ বাড়ীতে প্রবেশ নিষিদ্ধ প্রবাসী পরিবার

সংবাদদাতা, নবীগঞ্জ ♦ নিজ বাড়িতে প্রবেশ নিষিদ্ধ প্রবাসী গুপী কান্তের পরিবারের নিজ বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা  দিয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা।স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছাড়া একটি পরিবার। কানাডা প্রবাসী গুপী কান্ত সূত্রধরের পরিবার প্রাণের ভয়ে আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি দিন কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায় গুপী কান্ত সূত্রধর এক সময় সফল ব্যাবসায়ী ছিলেন। স্থানীয় কিছু ধর্মীয় উগ্রবাদীর রোষানলে পরে সর্বস্ব হারিয়ে ফেলেন। দীর্ঘ ২/৩ বছর তার ব্যাবসা থেকে চাঁদা নিয়েছে উগ্রবাদীরা বিভিন্ন হুমকি দিয়ে। লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে ব্যবসা যখন লোকসানে তখন গত ২০২৩ এর জুন মাসে আর চাঁদা দিবেন না জানান গুপী কান্ত সূত্রধর। তখন প্রাণে মারার হুমকি দেয় উগ্রবাদীরা।২০২৩ সালের জুন মাসের ৭ তারিখ উগ্রবাদীরা হামলা চালায় তার বাড়িতে। এসময় স্থানীয় লোকজনের সহয়তায় তার ভাই আহত গুপী কান্ত সূত্রধরকে নিয়ে সিলেটে যান উন্নত চিকিৎসা করাতে। সুস্থ হয়ে আর বাড়ি ফিরেন নাই উগ্রবাদীদের হুমকির ভয়ে। গত ২০২৩ এর নভেম্বরে প্রাণ বাঁচাতে দালালের মাধ্যমে কানাডা চলে যান কিন্তু তার পরিবার এখনো আতংকে আছে। গত ২০২৪ এর ৫ আগষ্টও তার বাড়িতে ভাংচুর লুটপাট করা হয়। তার স্ত্রী সন্তানরা ভয়ে বাড়ি আসেন না। অলিখিত ভাবে তার বাড়ি এখন উগ্রবাদীদের দখলে। স্থানীয় লোকজনও ভয়ে কিছু বলছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ