সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪
মঙ্গলবার (১৪ মে) দুপুরে এক আলোচনা সভায় সরকারের অবস্থা তুলে ধরতে গিয়ে এ রকম মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ যাবে, তখন আপনাদের (সরকার) নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে আর যাইহোক সরকারে থাকতে পারেন কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদের ঘৃণা করে, মাঝে-মধ্যে ক্ষোভ প্রকাশ করে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকেরাই বা যায় কেন? কেউ বিশ্বাস করে না। ভোটকেন্দ্রে গিয়ে যে ভোট দেবে সেই ভোটটা সে দিতে পারবে এই আত্মবিশ্বাসটা আওয়ামী লীগের যারা ভোট দেয় তাদেরও নাই, তাই তারা ভোট দিতে যায় না। অর্থাৎ গণতন্ত্রের যে মূল জায়গাটা, চেতনাবোধটা বা যে আস্থাটা সেই আস্থাটা আপনি আস্তাকুঁড়ে নিক্ষেপ করে দিয়েছেন। এর ফল আপনাদের ভোগ করতে হবে।’
তিনি বলেন, ‘আপনাদের বলব, মৃত্যু তো হবে সেটা অন্যকথা, কিন্তু আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। এটা স্মরণ করতে হবে, স্মরণ করলেই আপনারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারতেন না।’
সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিম, শাহ নেছারুল হক, আকরামুল হাসান, মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু, আবদুস সাত্তার, যুব দলের গোলাম মাওলা শাহিন, সাঈদ হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের নিয়াজ মাহমুদ নিলয় প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি